লাল পানিতে ডুবল ইন্দোনেশিয়ার জেংগট গ্রাম
ইন্দোনেশিয়ায় বন্যার তোড়ে রক্তলাল পানিতে ডুবে গেছে পুরো একটি গ্রাম। ঘটনাটি ঘটেছে জাভা প্রদেশের পেকলঙ্গন নগরীর দক্ষিণে জেংগট গ্রামে। লাল পানিতে ভেসে যাওয়া জেংগেটের রাস্তার অসংখ্য ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর সিএনএনের।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় একটি বাটিক কারখানা বন্যার পানিতে সয়লাব হওয়ার পরই গ্রামের রাস্তা ডুবেছে এমন রঙিন পানিতে। কারখানার গাঢ় লাল রং পানিতে মিশে পানি হয়েছে রক্তলাল।
ঐতিহ্যগতভাবে জেংগট গ্রাম বাটিক পোশাক ও মোম উৎপাদনের জন্য বিখ্যাত।
স্থানীয় এক অধিবাসী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পেকলঙ্গনে হওয়া বন্যার পানি টেক্সটাইল কারখানায় ঢুকে পড়ায় সেখানকার লাল রং পানিতে মিশে তা গ্রামে ছড়িয়ে পড়েছে। এর আগে পেকলঙ্গনের নদ-নদীগুলোর পানির রং বদলে যেতে দেখা গেছে। সেটিও হয়েছিল বাটিক কারখানার রং পানিতে মেশার কারণে।
ইন্দোনেশিয়ায় প্রায়ই বন্যা হয়। এ বছরের শুরুর দিকে রাজধানী জাকার্তায় ঝড়ের পর বন্যায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছিল।