লাহোরের বাতাসের মান ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ ঘোষণা
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের বায়ুর গুণমানকে এর বাসিন্দাদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে ধোঁয়া পুরো লাহোর শহরকে গ্রাস করে ফেলেছে।
ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্সের ২৪৬ রেটিংসহ প্রাদেশিক রাজধানী লাহোর বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় স্থান পেয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্সের দেওয়া তথ্যে দেখা গেছে, লাহোর বিশ্বের তৃতীয় সর্বাধিক দূষিত শহর হিসেবে স্থান পেয়েছে। এদিকে ভারতের রাজধানী দিল্লি তালিকার শীর্ষে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতার।
ইনডেক্সে দেখা যায়, গত সোমবার লাহোরের মডেল টাউন, জোহর টাউন, গ্রিন টাউন এবং ক্যান্টনমেন্ট এলাকায় পরিবেশ দূষণের সর্বোচ্চ মাত্রা রেকর্ড করা হয়েছে।
সুইস টেকনোলজি কোম্পানি আইকিউ এয়ার লাহোরের বায়ুমানের স্তর ৩৪৮ ঘোষণা করেছে। অথচ বায়ুমানের বিপদজনক স্তর ৩০০।
চিকিৎসা বিশেষজ্ঞরা নাগরিকদের খোলা জায়গায় অপ্রয়োজনীয় পরিদর্শন এড়াতে এবং মুখোশ এবং চশমা ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। গৃহমধ্যস্থ পরিবেশে দূষণের প্রভাব কমাতে তাদের ঘরের জানালা বন্ধ করে দিতেও পরামর্শ দিয়েছেন।
এদিকে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের পরিবেশ সুরক্ষা বিভাগের মন্ত্রী মুহাম্মদ রিজওয়ান বলেন, জনগণকে বুঝতে হবে যে, ধোঁয়া একটি বায়ুদূষণ যা কুয়াশার সংমিশ্রণে তৈরি হয়। পরিবহণ খাত থেকে ৪৩ শতাংশ দূষণ, শিল্পকারখানা থেকে ২৫ শতাংশ এবং বর্জ্য পোড়ানোর কারণে ২০ শতাংশ কার্বন নির্গমন হয়।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের বায়ুদূষণ আরও মারাত্মক রূপ নিয়েছে। জ্বালানি হিসেবে নিম্নমানের ডিজেল ব্যবহার, শস্য পোড়ানোর ধোঁয়াসহ শীতের ঠাণ্ডা তাপমাত্রায় স্থির মেঘের ধোঁয়াশার কারণে দেশটির বায়ুদূষণ পরিস্থিতি খারাপ হচ্ছে।
ভারত সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশের শহর লাহোরে এক কোটি ১০ লাখ লোকের বসবাস। শহরটি ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে।