লাহোরে হাফিজ সাইদের বাড়ির সামনে বিস্ফোরণ, নিহত তিন
পাকিস্তানের লাহোরে ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত ও অন্তত ২১ জন আহত হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বোমা ডিসপোজাল স্কোয়াড।
দ্য ডন জানায়, আজ বুধবার লাহোরের জোহার এলাকায় জাম’আতুদ দাওয়া প্রধান হাফিজ সাইদের বাড়ির কাছেই ভয়াবহ এ বিস্ফোরণটি ঘটে। হাফিজ সাইদ মুম্বাইয়ে বোমা হামলার অন্যতম মাস্টারমাইন্ড বলে দাবি করে আসছে ভারত।
লাহোর পুলিশ প্রধান গোলাম মেহমুদ দোগার এক বিবৃতিতে জানান, বোমা হামলা করে তিনজনকে হত্যা করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ১৩ জনকে জিন্নাহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আটজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জনবহুল এলাকায় এই বিস্ফোরণে মারাত্মক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলের কাছেই রয়েছে এহসান মুমতাজ হাসপাতাল। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অত্যন্ত শক্তিশালী ছিল এই বিস্ফোরণ। তীব্রতায় আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। বিস্ফোরণের জায়গায় মাটিতে প্রায় চার ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে।
পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক ইনাম গণিও বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন এবং সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, নিষিদ্ধ জাম’আতুদ দাওয়ার (জেডি) প্রধান হাফিজ সাইদের বাসার কাছে এই বিস্ফোরণ ঘটেছে। ইনাম গণি জানান, হামলার সময় পুলিশ হাফিজ সাইদের বাড়ি পাহারা দিচ্ছিল, ফলে কয়েকজন কর্মকর্তাও গুরুতর আহত হয়েছেন।
বিস্ফোরণের পরে ঘটনাস্থলে উপস্থিত এক দ্য ডনের সংবাদদাতা জানান, হাফিজ সাইদের বাড়ির জানালা ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।