লিভিভ শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের লিভিভ শহরে বিমানবন্দরের কাছে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন শহরটির মেয়র আন্দ্রেই সাডোভি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বিবিসি বলছে, ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণ শুরুর পর এই প্রথম লিভিভ শহরে হামলা চালানো হলো। স্থানীয় সময় শুক্রবার ভোরে শহরের বাইরে থেকে বাসিন্দারা লিভিভ-এর বিমানবন্দরের কাছে আকাশে কালো ধোঁয়া দেখতে পান। এর আগে বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা।
পরে লিভিভ-এর মেয়র আন্দ্রেই সাডোভি বলেন, ‘শহরের বিমানবন্দরের কাছের এলাকায় রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একটি বিমান মেরামতের কারখানায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’
ইউক্রেনের বিমান বাহিনী বলছে, কৃষ্ণ সাগর থেকে ছয়টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে সমর্থ হয় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।