শপথ নিল শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভা
বহুল প্রতীক্ষা ও বিলম্বের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন। আজ মঙ্গলবার আইওয়ান-ই-সদরে তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠান হয় বলে জানিয়েছে জিও নিউজ।
দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি শপথ পড়াতে অপারগতা প্রকাশ করায় এদিন সিনেট চেয়ারম্যান সাদিক সানজারনি মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শাহবাজের নতুন মন্ত্রিসভায় ৩১ মন্ত্রী, ৩ প্রতিমন্ত্রী ও ৩ উপদেষ্টা স্থান পেয়েছেন।
পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার রাতে মন্ত্রিসভায় প্রথম পর্যায়ে স্থান পাওয়া এ পূর্ণাঙ্গ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের তালিকা প্রকাশ করে।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি এর আগে তাঁর দল মন্ত্রিত্ব নেবে না এমনটা জানানোর পর ক্ষমতাসীন জোটের দলগুলোর মধ্যে মন্ত্রিসভার অংশীদার হওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
পরে শনিবার পার্লামেন্ট ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে জারদারি বলেন, তাঁরা চান তাঁদের বন্ধুরা যেন আগে (মন্ত্রিসভায়) জায়গা পান।
জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজের (পিএমএল-এন) এক নেতা জানান, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি পাকিস্তানের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। তবে মন্ত্রিসভায় এখন পর্যন্ত যারা স্থান পেয়েছেন, তাদের মধ্যে বিলাওয়াল নেই।