‘শিগগির দেখা হবে’ : আদালতের অনুমতিতে পরিবারের সামনে স্বেচ্ছায় মৃত্যুবরণ
‘স্বেচ্ছামৃত্যু’ বিষয়টি নিয়ে সারা বিশ্বে বিতর্ক রয়েছে। রোগাক্রান্ত বা বয়সের ভারে ন্যুব্জ অনেক মানুষ নিজের ঠিক করা সময়ে পৃথিবী ছেড়ে চলে যেতে চান। কিন্তু, অনেক সময় এ ক্ষেত্রে আইনি বাধা সামনে এসে পড়ে। কিন্তু, সব আইনি বাধা পেরিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন কলম্বিয়ার বাসিন্দা ভিক্টর এসকোবার। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
আদালতের অনুমতি নিয়ে পরিবার-পরিজনের উপস্থিতিতে ভিক্টর এসকোবার হাসিমুখে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুর আগে ভিক্টর এসকোবার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে একটি ভিডিও রেকর্ড করে সংবাদমাধ্যমে পাঠিয়ে দেন। স্বেচ্ছায় মৃত্যুবরণকে জীবনের জয় বলে ৬০ বছর বয়সি ভিক্টর। কারণ, প্রাত্যহিক কষ্টের জীবন থেকে মুক্তি চেয়েছিলেন তিনি।
মৃত্যুর আগে ধারণ করা ভিডিওতে ক্যাথলিক ভিক্টরকে বলতে শোনা যায়, ‘একটু একটু করে সবারই একদিন ফেরার সময় আসবে। তাই, আজ আমি বিদায় বলব না, বরং বলব—আবার দেখা হবে। একটু একটু করে আমরা সবাই তো একদিন ঈশ্বরে বিলীন হব।’
ভিক্টর এসকোবারের আইনজীবী টুইটবার্তায় জানান, কলম্বিয়ার ক্যালি শহরে চিকিৎসকদের উপস্থিতিতে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন ভিক্টর। ভিডিও ফুটেজে দেখা যায়, আত্মীয়দের মাঝে হাসিমুখে রয়েছেন ভিক্টর। এর পর তাঁকে উপস্থিত চিকিৎসক প্রাণঘাতী ইনজেকশন দেন।