শিনজো আবের নিরাপত্তায় ঘাটতি ছিল : পুলিশ
জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর নারায় নির্বাচনি পথসভায় বক্তৃতা দেওয়ার সময় আততায়ীর গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নিরাপত্তায় ঘাটতি ছিল বলে স্বীকার করেছে দেশটির পুলিশ।
‘নিরাপত্তায় যে সমস্যা ছিল, তা অস্বীকার করা যাবে না,’ বলেছেন নারার পুলিশপ্রধান তোমোয়াকি ওনিজুকা। খবর বিবিসির।
জাপানে বন্দুক সহিংসতা বিরল হওয়ায় রাজনৈতিক কোনো কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে মারা যাবেন, তা যেন দেশটির নাগরিকেরা বিশ্বাসই করতে পারছেন না।
শিনজো আবে যে নির্বাচনের প্রচার সমাবেশে গিয়ে গুলিতে নিহত হয়েছেন, রোববার পার্লামেন্টের উচ্চকক্ষের সে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটিতে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আবের মৃত্যু স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এ ভোটে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটির পার্টির (এলডিপি) জয়ের ব্যবধান বাড়বে বলেই মনে করা হচ্ছে।
জাপানে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় পার্লামেন্টের উচ্চকক্ষের প্রভাব তুলনামূলক কম হলেও সরকারের কর্মকাণ্ডে জনগণের সমর্থন কেমন, তা বুঝতে এটি সহায়তা করে।
এলডিপি বড় ধরনের জয় পেলে তা বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার অবস্থান আরও শক্তিশালী করবে এবং সামরিক খাতে ব্যয় দ্বিগুণসহ তাঁর অনেক নীতি বাস্তবায়নে সহায়ক হবে।