শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হলে চলবে না : ইইউ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতিরক্ষা সংস্থার প্রধান নির্বাহী জিরি সেডিভি সতর্ক করে বলেছেন, হুমকি থেকে সুরক্ষার জন্য ইউরোপ শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হলে চলবে না। ব্লকের দেশগুলোকে যৌথভাবে অস্ত্রের মজুত বাড়াতে হবে। আজ শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থার প্রধান নির্বাহী বলেছেন, ‘ইউক্রেনের ওপর রুশ আগ্রাসন দেখিয়ে দিয়েছে আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা। বিশেষ করে আমরা যখন ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে সহযোগিতা করছি।’
জিরি সেডিভি বলেছেন, ইউরোপীয় অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর সঙ্গে তার সংস্থা উৎপাদন বাড়ানোর বিষয়ে আলোচনা করছে।
সিডিভি বলেন, গুরুত্বপূর্ণ হলো ইউরোপীয় ইউনিয়ন হিসেবে নিজেদের নাগরিকদের সুরক্ষা প্রদানের জন্য নির্ভরযোগ্য সরবরাহকারী হতে হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র অনিবার্যভাবে এশিয়া প্রশান্ত অঞ্চলে জড়িয়ে পড়বে এবং কৌশলগত পরিবহন বিমান, গোয়েন্দা বিমান, নির্ভুল ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে সক্ষম হবে না।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সন্ত্রাসবাদের হুমকিতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।
এদিকে, ইউক্রেনের যুদ্ধ এই অঞ্চলকে একটি প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি করেছে এবং মস্কোর সঙ্গে কীভাবে মোকাবিলা করা যায় তার গভীর ফাটল উন্মোচিত করেছে।
গত ২৪ ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে হাজার হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া ইউক্রেনের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।