‘শুনানিতে উপস্থিত থাকুন অথবা নালিশ বন্ধ করুন’
আগামী ৪ ডিসেম্বর অভিশংসন শুনানিতে উপস্থিত থাকতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। ডোনাল্ড ট্রাম্পকে তাঁর অভিশংসনের ব্যাপারে প্রথম শুনানির জন্য প্রতিনিধি পরিষদের বিচার মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
হাউস জুডিশিয়ারি কমিটির ডেমোক্রেট দলীয় চেয়ারম্যান জেরল্ড লুইস নাডলার (জেরি নাডলার) গতকাল মঙ্গলবার বলেন, ট্রাম্প শুনানিতে উপস্থিত থাকতে পারেন অথবা তাঁকে ‘অভিশংসন প্রক্রিয়া নিয়ে নালিশ করা বন্ধ করতে হবে’। জেরি নাডলার আরো জানান, শুনানিতে হাজির হলে সাক্ষীদের প্রশ্ন করার সুযোগ পাবেন তিনি।
গতকাল মঙ্গলবার চিঠি লিখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শুনানিতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান জেরি নাডলার। ওই শুনানিতে ট্রাম্পের আইনজীবীকেও উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। চলমান অভিশংসন তদন্তের তৃতীয় পর্যায়ে এ শুনানির ব্যবস্থা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এসব তথ্য জানিয়েছে।
আগামী বছর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রতিদ্বন্দ্বী সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনোস্কির ওপর চাপ প্রয়োগ করে অভিশংসন তদন্তের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। গত দুই সপ্তাহে বিষয়টির সত্যতা ও গভীরতা যাচাইয়ে সংশ্লিষ্টদের সাক্ষাৎকার নেওয়া হয়। পাশাপাশি হাউস ইন্টেলিজেন্স কমিটিতে চলে সপ্তাহব্যাপী শুনানি।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি জো বাইডেন ও তাঁর ছেলে হান্টারের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আরোপ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনোস্কির ওপর চাপ সৃষ্টি করেন। জানা গেছে, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনোস্কিকে বলেন, তিনি যতক্ষণ পর্যন্ত বাইডেন ও তাঁর ছেলের আর্থিক দুর্নীতির বিষয়ে তদন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তা স্থগিত রাখা হবে। ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ অনেক রাজনীতিবিদ ও কূটনীতিক বিষয়টি স্বীকার করেছেন। এ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ৪ ডিসেম্বর শুনানি হতে যাচ্ছে।