সরকারি অফিসে ঢুকে কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা
ভারতের জম্মু ও কাশ্মীরের বুধগ্রাম জেলার একটি সরকারি কার্যালয়ে প্রবেশ করে এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের (৩৬) ওপর চাদুরা গ্রামের তহশিল অফিসে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুই বন্দুকধারী তহশিল অফিসে প্রবেশ করে সেখানে কর্মরত রাহুল ভাটের ওপর কাছ থেকে গুলি চালায়।
এ হত্যাকাণ্ডের জেরে জম্মু ও কাশ্মীরে বৃহস্পতিবার রাতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। খবর এনডিটিভি ও দ্য হিন্দুর।
গত ছয় মাস ধরে কাশ্মীরে অভিবাসীকর্মী ও স্থানীয় সংখ্যালঘুদের নিশানা বানানো হচ্ছে। তার সবশেষ নজির এ হত্যাকাণ্ড। গত ছয় মাসে রাহুল ভাট তৃতীয় কাশ্মীরি পণ্ডিত, যাঁকে হত্যা করা হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও পরবর্তী ঘটনাপ্রবাহের জেরে গত বছরের অক্টোবর থেকে টার্গেট কিলিং শুরু হয়। এতে মূলত জম্মু ও কাশ্মীরের বাইরে থেকে কাজের খোঁজে যাওয়া অভিবাসী ও সংখ্যালঘু কাশ্মীরি পণ্ডিতদের নিশানা বানানো হচ্ছে।
অক্টোবর মাসে পাঁচ দিনের মধ্যে সাত বেসামরিককে হত্যা করা হয়। এদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত, একজন শিখ, ও দুজন অনাবাসী হিন্দু ছিলেন।
দ্য হিন্দুর খবরে বলা হয়, কাশ্মীর টাইগার্স, একটি স্বল্প পরিচিত সংগঠন, এ হামলার দায় স্বীকার করেছে। তবে, জম্মু ও কাশ্মীরের পুলিশ দাবিটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।