সহকর্মী মায়ের জন্য এয়ার হোস্টেস মেয়ের চমক, ভিডিও ভাইরাল
মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করার একটি বিশেষ উপলক্ষ এনে দেয় মা দিবস। গতকাল রোববার (১৪ মে) বিশ্বজুড়ে নানাভাবে দিবসটি পালন করা হয়েছে। মা ও সন্তানের বিশেষ এই বন্ধনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হয়েছে বিভিন্ন পোস্ট।
এদিন ভারতের বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ার একটি সুন্দর ভিডিও শেয়ার করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের হৃদয় কেড়েছে। ভিডিওটিতে ইন্ডিগোর একজন এয়ার হোস্টেস এবং তার মাকে দেখা গেছে, যিনি একই এয়ারলাইন্সের একজন কেবিন ক্রু।
ইন্ডিগোর টুইটার পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘তাঁকে মা দিবসের শুভেচ্ছা, যিনি ভূমিতে ও আকাশে সর্বদাই আমার পেছনে ছিলেন।’
ভিডিওতে দেখা যায়, এয়ার হোস্টেস নাবিরা শশী বিমানের স্পিকারের মাধ্যমে যাত্রীদের কাছে নিজের পরিচয় দিচ্ছেন। এরপরে তিনি তার মায়ের পরিচয় তুলে ধরেন। তিনি জানান, এদিনই প্রথম মাকে ক্রু সদস্য হিসেবে একই ইউনিফর্মে একই বিমানে পেয়েছেন৷
নাবিরা শশী বলেন, ‘আমি মাকে সব সময় বিমানে চাকরি করতে দেখেছি, কিন্তু আজ আমিও তাঁর জায়গায় আছি। গত ছয় বছর ধরে তাঁকে তার যাত্রীদের জন্য এভাবে কথা বলতে হয়েছে, আজ অবশেষে সেই দিন এসেছে, যখন আমি তার হয়ে কথা বলছি। আশা করি, আজ আমি তাকে গর্বিত করতে পেরেছি।’
এই সুন্দর ঘোষণাটি শুনে নাবিরা শশীর মায়ের চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে দেখা যায়। পরে তিনি তাঁর মেয়ের গালে চুমু দেন। এ সময় যাত্রীরা তাদের দুজনকে অভিবাদন জানাতে হাততালি দিতে থাকেন।
মা-মেয়ের এই আবেগঘন মুহূর্ত ভাইরাল হয়েছে এবং তাদেরকে একসঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ইন্ডিগোকে ধন্যবাদ জানিয়েছে মানুষ। অনেকে তাদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন।