সাংহাই সহযোগিতা সংস্থায় যোগদানের স্মারকে ইরানের সই
ইরান মধ্য এশিয়ার নিরাপত্তা সংস্থা সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) স্থায়ী সদস্য হওয়ার জন্য একটি বাধ্যবাধকতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দেশটি চীন ও রাশিয়ার ব্লকে ঢুকল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান স্মারক স্বাক্ষরের তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।
হোসেইন আমিরাবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এসসিওর পূর্ণ সদস্যতার জন্য নথিতে স্বাক্ষর করার মাধ্যমে ইরান এখন বিভিন্ন অর্থনৈতিক, বাণিজ্যিক, ট্রানজিট এবং জ্বালানি সহযোগিতার নতুন পর্যায়ে প্রবেশ করেছে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে মুক্ত হতে বেইজিং ও মস্কোর গঠিত একটি নিরাপত্তা গোষ্ঠী এসসিও। ইরান এমন সময় এই সংস্থার স্মারকে সই করল, যখন চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতারা আট সদস্যের এসসিও-এর শীর্ষ সম্মেলনের জন্য সমরকন্দ শহরে রওনা হয়েছেন।
আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া এই সংস্থার পর্যবেক্ষক দেশ। সংস্থাটির ছয়টি ‘সংলাপ অংশীদার’ রয়েছে। তারা হলো—আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও তুরস্ক।
গত বছর দ্রুত সম্প্রসারণশীল এসসিও ইরানের যোগদানের আবেদন অনুমোদন করে।