সাইবেরিয়ায় পুতিনের অবকাশ যাপন ও মাছ শিকার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাইবেরিয়ায় কিছুদিন অবকাশ কাটিয়েছেন। এ সময় তিনি মাছ শিকার করেছেন। রোববার ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সাইবেরিয়ায় অবকাশ কাটাতে যাওয়ার আগে করোনার পূর্বসতর্কতার অংশ হিসেবে পুতিন অল্প সময়ের জন্য সেলফ আইসোলেশন ছিলেন।
চলতি মাসের মাঝামাঝি পুতিন জানিয়েছিলেন, তাঁর আশপাশের কয়েক ব্যক্তি করোনায় সংক্রমিত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি কিছুদিন সেলফ আইসোলেশনে থাকবেন। একই কারণে নিরাপত্তা সম্মেলনের জন্য তাজিকিস্তান সফর পুতিনকে বাতিল করতে হয়েছিল।
সাইবেরিয়ায় পুতিনের অবকাশ সময়ের প্রায় ২০টি ছবি প্রকাশ করেছে ক্রেমলিন। এসব ছবিতে দেখা যায়, তিনি নদীতে নেমে হাঁটুপানিতে দাঁড়িয়ে মাছ শিকার করেছেন। তিনি তৃণভূমিতে হাঁটছেন।
সাইবেরিয়ায় অবকাশকালে পুতিনকে তাঁর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গেও কথা বলতে দেখা যায়। সের্গেই শোইগু সাধারণত পুতিনের অবকাশযাপনের সঙ্গী হয়ে থাকেন।