সাবেক ব্রিটিশ বিমান সেনারা চীনে প্রশিক্ষণ দিচ্ছেন?
চীনের সামরিক বাহিনীর সঙ্গে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে চীন বিশাল অঙ্কের অর্থের প্রলোভন দেখাচ্ছে ব্রিটিশ সাবেক সামরিক পাইলটদের। ধারণা করা হচ্ছে ৩০ জন সাবেক ব্রিটিশ সামরিক পাইলট এরই মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মিকে প্রশিক্ষণ দিতে দেশটিতে গিয়েছেন।
এ ব্যাপারে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা চীনের সামরিক বাহিনীর সঙ্গে কাজ না করতে দেশটির সাবেক সামরিক পাইলটদের প্রতি সতর্কতা জারি করেছে। পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন পাইলট সংগ্রহে ‘মাথা খোঁজা’র কাজ চলছে এবং তা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, পাইলটদের প্রশিক্ষণ ও নিয়োগের বিষয়ে আইন ভঙ্গ না করা হলেও যুক্তরাজ্য ও অন্যান্য দেশ এই ধরনের কাজ থেকে তাদের নাগরিকদের বাধা দিতে চাইছে। এ বিষয়ে একজন পশ্চিমা কর্মকর্তা বলেন, ‘যে প্রস্তাবগুলো দেয়া হচ্ছে তা খুবই আকর্ষণীয়। টাকা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। কোনো কোনো প্যাকেজে ২ লাখ ৭০ হাজার ডলার পর্যন্ত প্রস্তাব দেয়া হচ্ছে।’
পশ্চিমা বিমান ও পাইলটরা কিভাবে যুদ্ধবিমান চালায়, যুদ্ধের সময় কোন ঘটনাটি বিশেষ গুরুত্বপূর্ণ যেমন তাইওয়ানের ক্ষেত্রে- এই সব বিষয়ে ব্রিটিশ পাইলটরা চীনের কর্মকর্তাদের তথ্য দিয়ে সহায়তা করছেন বলে ধরে নেওয়া হয়। চীনের সামরিক বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে পশ্চিমা দেশগুলোর পাইলটদের অভিজ্ঞতা ভীষণভাবে কাজে লাগছে বলে ধরে নেওয়া হচ্ছে।
যুক্তরাজ্য ২০১৯ সালে সাবেক সামরিক পাইলটদের নিয়োগের বিষয়টি জানতে পারে যা পরে প্রতিটি ঘটনা ধরে অনুসন্ধান করা হয়। তবে কোভিড অতিমারির সময়ে এই প্রবণতা কমে আসে, যখন চীন ভ্রমণ ছিল প্রায় অসম্ভব। তবে গোয়েন্দা সতর্কতা জারির পর মনে করা হচ্ছে সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা আবারও ঘটছে।