সাবেক মিস ইউক্রেনের অস্ত্র হাতে যুদ্ধে নামার খবরটি সত্য নয়
সম্প্রতি ডেইলি মেইল, নিউইয়র্ক পোস্টসহ ইংরেজিভাষী কিছু মূলধারার সংবাদমাধ্যম সাবেক মিস ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ নামার ছবিসহ বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে। ওই খবরে দাবি করা হয়—রাশিয়ার হামলার বিরুদ্ধে দেশকে রক্ষা করতে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন ইউক্রেনের সাবেক মিস গ্র্যান্ড আনাস্তাসিয়া লেনা।
পরে এসব খবরের সূত্র উল্লেখ করে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম অস্ত্র হাতে সাবেক মিস ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে যুদ্ধে যোগদানের ছবি দাবিতে সংবাদ প্রচার করে। কিন্তু, ইংরেজিভাষী এসব সংবাদমাধ্যমের খবরটি সঠিক নয়।
ইউক্রেনের সাবেক মিস গ্র্যান্ডের ছবিকে কেন্দ্র করে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়লে গত ২৮ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে বিভ্রান্তিকর দাবি খণ্ডন করে জানান, তিনি একজন সাধারণ নাগরিক, সামরিক বাহিনীর সদস্য নন। আনাস্তাসিয়া লেনা জানান, ভাইরাল ওই ছবিটি মূলত ‘এয়ারসফট’ নামের এক গেম খেলার সময় তোলা হয়েছিল। খেলাটি তিনিও খেলেন বলে জানান।
এ ছাড়া রাশিয়ার হাত থেকে নিজের দেশকে মুক্ত করার জন্য প্রার্থনা করেছেন জানিয়ে আনাস্তাসিয়া লেনা তাঁর প্রোফাইলের ছবি অনুপ্রেরণা হিসেবে পোস্ট করা হয়েছে বলে দাবি করেন। সেইসঙ্গে ক্যাপশনে আনাস্তাসিয়া লেনা জানান, হাজারও বাসিন্দার মতো তিনিও সাধারণ জীবনযাপন করছেন।