সামরিক প্রশিক্ষণকালেও পারফর্ম করতে পারবে বিটিএস সদস্যরা
সামরিক প্রশিক্ষণকালেও বিটিএস সদস্যেরা তাদের শো করতে পারবেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসির প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
দক্ষিণ কোরিয়ার ১৮ থেকে ২৮ বছর বয়সী সব পুরুষদের প্রায় ২০ মাসের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক।
২০২০ সালে শুধু বিটিএস সদস্যদের জন্য বিধি পরিবর্তন করা হয়। দুবছর বাড়িয়ে তাদের জন্য সামরিক প্রশিক্ষণ নেওয়ার বয়সসীমা ৩০ বছর করা হয়।
কে-পপ ব্যান্ড বিটিএসের জ্যেষ্ঠতম সদস্য জিন এর বয়স আগামী বছর ৩০ বছর হয়ে যাবে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
বিটিএস সদস্যদের প্রশিক্ষণের সময়কাল তিন সপ্তাহে কমিয়ে আনার প্রস্তাব নিয়ে দেশটির পার্লামেন্টেও বিতর্ক হয়। বিশেষ বিধি মোতাবেক টটেনহাম ক্লাবের ফুটবলার সন হিউং-মিন ২০২০ সালে তিন সপ্তাহের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নেন এবং এতে স্বর্ণপদক পান তিনি।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লি জং-সুপ বলেন, ‘তাদেরকে প্রশিক্ষণ এবং অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দিতে কোনো না কোনো উপায় অবশ্যই মিলবে।’