সিরিয়ার গভর্নরের কার্যালয়ে বন্দুক হামলা
সিরিয়ার অর্থনৈতিক অবস্থার অবনতি হওয়ায় ক্ষুব্ধ কয়েকজন বিক্ষোভকারী দক্ষিণাঞ্চলীয় শহর সুইদাতে গভর্নরের অফিসে হামলা চালিয়েছে। এই সময় ব্যাপক গুলি বিনিময়ের মধ্যে ভবনের কিছু অংশে আগুন ধরিয়ে দেয় তারা। রোববার ভোরে এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
জানা গেছে, রোববার ভোরে দুই শতাধিক মানুষ ভবনের সামনে অবস্থান নেয়। এই সময় তারা স্লোগান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতে স্লোগান দিতে থাকেন। দেশে পণ্যের দামের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক কষ্টের কারণ হিসেবে তাঁকে দায়ী করা হচ্ছে।
সিরিয়ার সরকারি গণমাধ্যম বলছে, ‘আইন বহির্ভূতভাবে’ বিক্ষোভকারীরা গভর্নরের কার্যালয়ে ঢুকে পড়ে এবং ফাইলপত্র ও অফিসিয়াল কাগজপত্রে জ্বালিয়ে দেয়।
তিন প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছে, সে সময় গভর্নর ওই ভবনে ছিলেন না। বিক্ষোভকারীরা ঢুকে পড়ার আগেই সেটি খালি করা হয়েছিল।
‘গভর্নরের কার্যালয়টি ভেতর থেকে সম্পূর্ণ পুড়ে গেছে’ উল্লেখ করে সুওয়াইদা টোয়েন্টি ফোরের সম্পাদক রায়ান মারুফ বলেন, ‘গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।’
মারুফ আরও বলেন, ‘প্রচণ্ড বন্দুকযুদ্ধ হয়েছে। পুলিশি এলাকায় গুলি কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘একবার ভবনের ভেতরে বিক্ষোভকারীরা আল-আসাদের ছবি ছিঁড়ে ফেলে।’