সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩
সোমালিয়ার বেলেদোয়েইন শহরে একটি রেস্তোঁরায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এ সময় রেস্তোঁরাটিতে স্থানীয় কর্মকর্তা ও রাজনীতিকেরা অবস্থান করছিলেন।
জঙ্গিগোষ্ঠী আল শাবাব শনিবারের এ বোমা হামলার দায় স্বীকার করে নিয়েছে বলে জঙ্গি তৎপরতায় নজর রাখা সাইট ইন্টিলিজেন্সের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জঙ্গি গোষ্ঠী আল শাবাব সোমালিয়ায় সরকারি স্থাপনা ও বেসামরিকদের ওপর নিয়মিতই হামলা চালিয়ে আসছে; গত দুই সপ্তাহে গোষ্ঠীটি আরও দুটি সন্ত্রাসী হামলা চালিয়েছিল।
শনিবারের আত্মঘাতী হামলায় ১৩ জন নিহতের পাশাপাশি ১৮ জন আহত হয়েছে বলে টুইটারে জানিয়েছে সোমালি ন্যাশনাল টেলিভিশন।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বেলেদোয়েইনে স্থানীয় সময় সকালের দিকে ওই হামলার পর তিনি আহতদের সরিয়ে নেওয়ার কাজে অংশ নিয়েছিলেন।
‘আমিই সাতটি মৃতদেহ গুনেছি, এর মধ্যে সৈন্য যেমন আছে, বেসামরিকও আছে। দশজনের বেশি আহত দেখেছি,’ স্থানীয় এক বয়জ্যেষ্ঠ আদেন ফারাহ রয়টার্সকে এমনটাই বলেছেন।
সোমালিয়ার পুলিশ ও সরকারি কর্মকর্তারা রেস্তোরাঁয় আত্মঘাতী হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা জানায়নি।