সৌদিতে ইয়েমেনের নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে আত্মঘাতী হামলার ষড়যন্ত্র ও জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
গতকাল সোমবার রিয়াদ শহরে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম মোহাম্মেদ আল-সাদ্দাম। তিনি সৌদির প্রতিবেশী দেশ ইয়েমেনের নাগরিক। আইএসের নির্দেশনায় তিনি সাধারণ মানুষকে নিশানা করে আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিলেন।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আল-সাদ্দাম আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। তিনি একটি বিস্ফোরক বেল্ট ব্যবহার করে আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিলেন।
আল-সাদ্দামকে কবে কোথায় গ্রেপ্তার করা হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।