সৌদি আরবে উড়োজাহাজ বিধ্বস্ত, প্রশিক্ষণার্থী পাইলট নিহত
সৌদি আরবের রাজধানী রিয়াদের আল-ছুমামা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার পরে দুর্ঘটনার শিকার হওয়া উড়োজাহাজটিতে থাকা প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছেন। আরব নিউজ এ তথ্য জানায়।
ছোট আকারের উড়োজাহাজটিতে নিহত হওয়া প্রশিক্ষণার্থী পাইলটই একমাত্র ব্যক্তি ছিলেন।
সৌদি আরবের এভিয়েশন ইনভেস্টিগেশন ব্যুরো (এআইবি) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় উড়োজাহাজটি নিয়ে আল-ছুমামা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেন পাইলট। এর পাঁচ মিনিট পরই সেটি বিধ্বস্ত হয়।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৯ কিলোমিটারের দূরত্বে আল-ছুমামা বিমানবন্দরটি অবস্থিত।