সৌদি আরবে এক সপ্তাহে আটক ১২ হাজার
সৌদি আরবে আবাসন ও শ্রম আইনে এবং সীমান্ত নিরাপত্তা বিধিনিষেধ ভঙ্গ করায় এক সপ্তাহের ব্যবধানে ১২ হাজার ৩৪ জনকে আটক করা হয়েছে। সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ২১ থেকে ২৭ এপ্রিল এক সপ্তাহে জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এই বিপুল সংখ্যক মানুষকে আটক করা হয়।
মোট ১২ হাজার ৩৪ জনের মধ্যে সাত হাজার ৫১৫ জনই আবাসন আইনে আটক হয়েছেন। এ ছাড়া তিন হাজার দুই জন আটক হয়েছেন সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গে দায়ে। আর এক হাজার ৫১৬ জন শ্রম আইন ভঙ্গ করে এবং ১৯৯ জন সীমান্ত পথে সৌদি আরবে প্রবেশকালে আটক হয়েছেন। এই ১৯৯ জনের প্রায় অর্ধেক ইয়েমেনি বলে জানা গেছে।