স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে দিল্লি সরকার
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব স্কুল-কলেজ ও সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। তবে এ সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা চালু থাকবে।
আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামীকাল শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হবে রাষ্ট্রপতি ভবনও।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, করোনার মোকাবিলায় ‘সম্পূর্ণ সজাগ’ রয়েছে ভারত সরকার। দেশবাসীর সুরক্ষার জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
টুইট করে মোদি জানিয়েছেন, ভারতের কোনো মন্ত্রী আগামী দিনে বিদেশযাত্রা করছেন না। মোদি দেশবাসীকে অনুরোধ জানান, যেন খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ সফর না করেন।
আজ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩। তাদের ওয়েবসাইটে আরো বলা হয়েছে, দেশের বিভিন্ন বিমানবন্দরে পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৫৭ হাজার ৫০৬ জন যাত্রীকে।
এদিকে গতকাল রাতে করোনাভাইরাসকে ‘বিশ্বব্যাপী মহামারি’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে অ্যান্টার্কটিক ছাড়া বাকি ছটি মহাদেশেই। তবে দেশবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন তৈরি হতে লাগবে দেড় থেকে দুই বছর।