‘স্ত্রীকে নিয়ে কটূক্তি’র জেরে তিন সহকর্মীকে গুলি করে হত্যা
ভারতের রাজধানী দিল্লিতে কর্মরত এক পুলিশ সদস্য তার তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন। স্ত্রীকে নিয়ে বিরুপ মন্তব্যের জেরে ওই পুলিশ সদস্য সহকর্মীদের গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এনডিটিভির প্রতিবেদনে আজ সোমবার এমনটি জানানো হয়।
আজ সোমবার দিল্লির হায়দারপুরে একটি পানির ট্যাংকির কাছে এ ঘটনা ঘটে। সিকিম পুলিশের ওই সদস্যেরা রিজার্ভ ফোর্স হিসেবে দিল্লিতে পানির ট্যাংকির নিরাপত্তায় ডিউটিরত ছিলেন। অভিযুক্ত পুলিশ সদস্য প্রবীণ রাই এর বাড়ি ভারতের সিকিম রাজ্যে বলে জানা গেছে। সহকর্মীদের গুলি করে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি।
ভারতীয় পুলিশের ডেপুটি কমিশনার প্রণব ত্যায়াল বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিকিম পুলিশের তিনজন গুলিবিদ্ধ। দুজন ঘটনাস্থলেই নিহত হন। একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’
নিজের স্ত্রীর সম্পর্কে ‘অনাকাঙ্খিত বিষয়ে’ মন্তব্য করে মানসিকভাবে আঘাত করায় সহকর্মীদের গুলি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন পুলিশ সদস্য প্রবীণ রাই।
অন্যদিকে, কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের উধামপুর জেলায় ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশের (আইটিবিপি) এক জওয়ান নিজে গুলি করে আত্মহত্যার আগে তিন সহকর্মীকে গুলি করে আহত করেন।