স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বিতর্কিত’ ছবি টুইট, শ্রীঘরে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা
দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহর ছবি টুইটারে শেয়ার করায় চলচ্চিত্র নির্মাতা অবিনাশ দাশকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার মুম্বাই থেকে অবিনাশকে গ্রেপ্তার করা হয়। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
অর্থপাচারের মামলায় গ্রেপ্তার পূজা সিংহালের সঙ্গে একটি ছবি অমিত শাহর সম্প্রতি টুইটে শেয়ার করেন অবিনাশ দাশ। পূজা সিংহাল অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।
নির্মাতা অবিনাশ দাশ বলিউড ফিল্ম আনারকলি অব আরাহ (২০১২) এবং নেটফ্লিক্স সিরিজ শি’র জন্য বিশেষভাবে পরিচিত।
গুজরাট রাজ্যের পুলিশ গত জুনে অবিনাশের নামে অভিযোগ করে। পুলিশের মামলায় বলা হয়, অমিত শাহর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং লোকজনকে বিভ্রান্ত করতে ছবিটি পোস্ট করেন অবিনাশ দাশ।
গ্রেপ্তার এড়াতে অবিনাশ গুজরাটের হাইকোর্টের দারস্থ হয়েছিলেন, কিন্তু হাইকোর্ট তাঁর আবেদন ফিরিয়ে দেন। পরে তিনি সুপ্রিম কোর্টে যান। আগামী শুক্রবার সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি রয়েছে।
পুলিশের করা অপর মামলায় বলা হয়, অবিনাশ ফেসবুক ও ইনস্টাগ্রামে জাতীয় পতাকা গায়ে জড়ানো এক নারীর ছবি পোস্ট করেছেন। ভারতীয় আইনে জাতীয় পতাকা পোশাক হিসেবে গায়ে জড়ানো দণ্ডনীয় অপরাধ।
সাম্প্রতিক সময়ে ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে গ্রেপ্তার হওয়া দ্বিতীয় তারকা ব্যক্তি অবিনাশ দাশ। এর আগে গত মাসে সাংবাদিক ও ফ্যাক্টচেকার মোহাম্মদ জুবাইরকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালের টুইট পোস্টের কারণে গ্রেপ্তার হন জুবাইর।