স্বায়ত্তশাসন বাতিলের পর প্রথম জম্মু-কাশ্মীরে অমিত শাহ, সন্ত্রাস দমনের আহ্বান
স্বায়ত্তশাসন বাতিল করার পর প্রথম বারের মতো জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে সন্ত্রাস দমনে যুবসমাজকে ভূমিকা রাখার ডাক দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ কথা জানানো হয়।
তিন দিনের সফরের প্রথম দিনে রাজধানী শ্রীনগরে গিয়ে জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের দমনে দেশের যুবসমাজকে কাজে লাগানোর পরিকল্পনার কথা বলেন অমিত শাহ।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘যুবসমাজ এগিয়ে না এলে সরকারের একার পক্ষে জম্মু-কাশ্মীরে সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। কাশ্মীর ইয়ুথ ক্লাবের ৪৫ হাজার সদস্যকে এ দায়িত্ব নিতে হবে।’
এ ছাড়া জম্মু-কাশ্মীরে নতুন করে ডিলিমিটেশন বা পার্লামেন্টারি আসন বিন্যাস হবে, এবং তারপরে জম্মু-কাশ্মীরের নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে, এক নিরাপত্তা বৈঠকে জম্মু-কাশ্মীরে উত্তেজনা বৃদ্ধি এবং সাম্প্রতিক হামলা ও হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, ‘নিরাপত্তার এত আয়োজনের পরেও হামলা, হত্যা আর অনুপ্রবেশ বেড়ে যাওয়াটা উদ্বেগের।’