হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন, ছাদে আটকা পড়েছে ৩ শতাধিক মানুষ
হংকংয়ের ৩৮ তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন লেগেছে। ভবনটির ছাদে আটকা পড়েছে তিন শতাধিক মানুষ।
সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, আজ বুধবার বেলা ১২টার দিকে হংকংয়ের কজওয়ে বে এলাকার গ্লুস্টার রোডে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে আগুন লাগে। বলা হচ্ছে, ভবনটির ইলেকট্রিক সুইচ রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনের তাপ ও ধোঁয়ার কারণে অন্তত সাত জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আজ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে আহতদের চিকিৎসা দিতে পাঁচটি ভ্রাম্যমাণ চিকিৎসক দল পৌঁছেছে।
দুর্ঘটনার সময় দুপুরের খাবারের বিরতি ছিল বলে ভবন থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়েও অনেকে আহত হয়েছে বলে জানানো হয়েছে।
হংকং পুলিশ বলছে, তারা চার জনকে হাসপাতালে নিয়ে গেছে। এ ছাড়া ১৬০ জনকে তারা উদ্ধার করেছে।
টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় শত শত মানুষ আগুন লাগা ভবনের ছাদে আশ্রয় নিয়েছে। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।