হজ পালন করতে যুক্তরাজ্য থেকে হেঁটে সৌদি আরবে
বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণ করলেন ব্রিটিশ নাগরিক আদম মোহাম্মদ। চলতি বছর হজ পালন করতে যুক্তরাজ্য থেকে হেঁটে এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন তিনি।
৫২ বছর বয়সী মোহাম্মদের সৌদি পৌঁছাতে সময় লেগেছে ১১ মাস ২৬ দিন। এজন্য তাঁকে পাড়ি দিতে হয়েছে ছয় হাজার পাঁচশ কিলোমিটার পথ। সৌদি পৌঁছাতে নেদারল্যান্ডস, জার্মানি, চেক রিপাবলিক, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক, লেবানন, সিরিয়া ও জর্ডান দিয়ে আসতে হয়েছে তাঁকে।
জানা গেছে, তিনি দিনে গড়ে ১৭ দশমিক আট কিলোমিটার হেঁটেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২৬ জুন তিনি মক্কার আয়েশা মসজিদে পৌঁছান।
এসময় পবিত্র নগরীতে তাঁকে স্বাগত জানান অসংখ্য হজযাত্রী, স্থানীয় বাসিন্দা ও আগেই উড়ে আসা তাঁর দুই কন্যা। খবর আরব নিউজের।
মোহাম্মাদ বলেন, ‘আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরে অনেক আনন্দিত। তা ছাড়া, অন্যান্য দেশের পাশাপাশি সৌদির নাগরিকদের ভালোবাসা পেয়ে আমি অভিভূত। হজ পালনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ এটি আমার বড় স্বপ্ন।’
মোহাম্মাদ আরও বলেন, ‘এমন কঠিন কাজ সম্পন্ন ও হজ করতে এখানে আসা সম্ভব হওয়ায় আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। এটা আমার জন্য সহজ ছিল না, কিন্তু আল্লাহর জন্যই আমি দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিয়েছি।’