হঠাৎ ইসরায়েল সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হঠাৎ ইসরায়েল সফর করেছেন। সফরকালে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের সঙ্গে দেখা করেন তিনি।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নিরাপত্তা ও নাগরিক ইস্যুতে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। ইসরায়েলের কেন্দ্রে গান্তজের বাড়ি রোশ হায়াইনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। খবর ফ্রান্স২৪ ও এএফপির।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী গান্তজ মাহমুদ আব্বাসকে জানান, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে আস্থারভিত্তিতে কাজ করতে চান তিনি।
গত আগস্ট মাসের শেষে প্রথমবারের মতো ফিলিস্তিন সরকারের সদর দপ্তরে আব্বাসের সঙ্গে আলোচনা করেন গান্তজ। গত কয়েক বছরের মধ্যে দুই দেশের নেতার মধ্যে এই প্রথম এ ধরনের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। ওই আলোচনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে কোনো শান্তি আলোচনা হয়নি।
গতকালের বৈঠকের পর আজ বুধবার ফিলিস্তিনের সিভিল অ্যাফেয়ার্সবিষয়ক মন্ত্রী হুসেন আল শেখ টুইটে জানান, রাজনৈতিক সংকটের সমাধান ইস্যুতে আব্বাস ও গান্তজের মধ্যে আলোচনা হয়েছে। দুই নেতা ইহুদি বসতি সম্প্রসারণের কাজে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। দুই নেতার মধ্যে নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।