হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরির দেশত্যাগে নিষেধাজ্ঞা
ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট জোভেনেল মইসিকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ফলে তদন্ত চলাকালীন সময়ে তিনি যেন দেশ থেকে অন্যত্র যেতে না পারেন সে জন্যই নিষেধাজ্ঞাটি আরোপিত হয়েছে। খবর আল জাজিরার।
দেশটির একজন প্রসিকিউটর জানিয়েছেন, এবার প্রধানমন্ত্রী হেনরির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। প্রেসিডেন্ট মইসি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন জোসেফ ফেলিক্স বাদিওর সঙ্গে হেনরির সম্পৃক্ততার প্রসঙ্গে তার কাছে যথাযথ ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
প্রসিকিউটর জানিয়েছেন, প্রেসিডেন্ট মইসি হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর জোসেফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী হেনরি। ফলে নির্মম এই হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততা ছিল বলে অভিযোগও উঠেছে।
গত ৭ জুলাই মইসিকে নিজ বাড়িতে হত্যা করা হয়। আততায়ীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে গুলি চালিয়ে তাঁকে হত্যা করে।
সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট মইসির বাড়িতে মাঝ রাতে হামলাটি চালায়। দুর্বৃত্তদের গুলিতে আহত হন তার স্ত্রী মার্টিন মইসিও। আর এ হত্যাকাণ্ডের মিশনে অংশ নেয় ২৮ জন বিদেশি ঘাতক। ৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ২০১৭ সালে ক্ষমতায় আসেন।