‘হাসপাতালের জানালা দিয়ে পড়ে’ রুশ তেল কোম্পানির প্রধানের মৃত্যু
রাশিয়ার বেসরকারি তেল জায়ান্ট লুকঅয়েলের চেয়ারম্যান রাভিল মাগানোভ মস্কোর একটি হাসপাতালের জানালা দিয়ে পড়ে মারা গেছেন। একাধিক প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ কথা জানিয়েছে।
রুশ গণমাধ্যমকে সূত্রগুলো জানায়, মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন ৬৭ বছর বয়সি মাগানোভ। জখমে তাঁর মৃত্যু হয়। রহস্যজনক পরিস্থিতিতে মারা যাওয়া বেশ কয়েকজন বড় ব্যবসায়িক কর্মকর্তার মধ্যে মাগানোভ সর্বশেষ ব্যক্তি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। হামলা শুরুর কিছু দিনের মধ্যেই যুদ্ধ বন্ধের আহ্বান জানায় লুকঅয়েল।
মার্চের শুরুর দিকে যত দ্রুত সম্ভব ইউক্রেন সংঘাত বন্ধের আহ্বান জানায় লুকঅয়েল পর্ষদ। ‘এই ট্র্যাজেডির’ যারা শিকার, তাঁদের প্রতিও সমবেদনা জানায় কোম্পানিটি।
দুই বছর আগে লুকঅয়েল পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন মাগানোভ। তিনি ১৯৯৩ সাল থেকে বেসরকারি এই তেল কোম্পানিতে কর্মরত ছিলেন।
মে মাসে লুকঅয়েলের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আলেক্সান্দার সাবোতিনও অস্বাভাবিক পরিস্থিতিতে মারা যান।
এদিকে লুকঅয়েলের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লুকঅয়েলের চেয়ারম্যান রাভিল মাগানোভ গুরুতর অসুস্থতায় মারা গেছেন।