হ্যারিসের সফরের আগেই দুই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে দুটি স্বল্পপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার এই ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করে দেশটি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিউলে পৌঁছানোর একদিন আগে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল। খবর রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদন বলছে, দক্ষিণ কোরিয়া ও মার্কিন বাহিনী একটি বিমানবাহী রণতরীকে নিয়ে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে সামরিক মহড়া চালানোর দুদিন পর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। রোববার উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে আরেকটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
বুধবারের ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের সময় সন্ধ্যা ৬টা ১০ থেকে ৬টা ২০ এর মধ্যে বলে জানায় দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ।
এক বিবৃতিতে জয়েন্ট চিফ অব স্টাফ জানান, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৬০ কিলোমিটার (২২৫ মাইল) যায় এবং এটি ৩০ কিলোমিটার (১৯ মাইল) উচ্চতায় পৌঁছায়। বিশ্লেষণ বলছে, এটির সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় সাত হাজার ৪৫০ কিলোমিটার।