১০ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি মারভেল কমিকসের দুর্লভ কপি
মারভেল কমিকসের প্রথম সংখ্যার একটি দুর্লভ কপির খোঁজ পাওয়া গেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ডালাসে নিলামে তোলা হলে এক ব্যক্তি ১২ লাখ ৬০ হাজার ডলারে কিনে নেন ওই দুর্লভ কপিটি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১০ কোটি ৭০ লাখ টাকা। তবে নিলামের সময় ওই ক্রেতা তাঁর নাম প্রকাশ করেননি। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
হেরিটেজ অকশনসের বরাত দিয়ে সিএনএন জানায়, কমিক বইয়ের সবচেয়ে জনপ্রিয় কপি এটি। এখন পর্যন্ত মারভেল কমিকসের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে এই কপিটি।
হেরিটেজ অকশনস জানায়, এ কমিক বইটি প্রথমে পেনসিলভেনিয়ার এক ডাকপিয়ন পত্রিকার দোকান থেকে কিনেছিলেন। কমিক বই ও ম্যাগাজিনের প্রথম সংখ্যা কেনার অভ্যাস ছিল তাঁর। এর পর থেকে কয়েকবার মালিকানা পরিবর্তন হয়েছিল বইটির।
হেরিটেজ অকশনসের জ্যেষ্ঠ সহসভাপতি এড-জাস্টার এক বিবৃতিতে এটিকে ‘ঐতিহাসিক কমিক বইয়ের একটি ঐতিহাসিক কপি’ বলে আখ্যায়িত করেছেন।
১৯৩৯ সালের ১ অক্টোবর প্রকাশ করা হয়েছিল এই কমিক বই। এর পরই পরিচয় করিয়ে দেওয়া হয় হিউম্যান টর্চ, অ্যাঞ্জেল, সাব-মেরিনার ও দি মাস্কড রাইডারের মতো চরিত্রগুলোকে।