১৩ হাজার ডলারের জুতা চুরি করেও লাভ হলো না চোরদের!
রাত হওয়ায় জুতার দোকানটি ছিল বন্ধ। এ সময়ে দোকানটির সাটার ভেঙে ঢুকে পড়ে তিন চোর। সেখানে প্রদর্শনীর জন্য রাখা ২০০ জুতা চুরি করে নিয়ে যায় তারা। তবে, এতে লাভ হয়নি ওই চোরদের। কারণ, সবগুলো জুতা ছিল ডান পায়ের। মজার ঘটনাটি ঘটেছে লাতিন আমেরিকার দেশ পেরুর হুয়ানচায়ো শহরে। খবর বিবিসির।
ওই জুতার দোকানের মালিকের অনুমান, চুরি হওয়া জুতাগুলোর মূল্য ১৩ হাজার মার্কিন ডলারেরও বেশি। তবে, শুধুমাত্র ডান পায়ের জুতা বিক্রি করতে বেশ বেগ পোহাতে হবে ওই তিন চোরকে।
এদিকে, চুরির ঘটনাটি ওই দোকানে থাকা সিসিটিভি ক্যামেরাতে বন্দি হয়েছে। ওই ফুটেজে দেখা যায়, গভীর রাতে দোকানের সাটারের তালা ভাঙছে চোরেরা। পরে, দোকানে প্রবেশ করে বাক্সে রাখা বিভিন্ন ব্র্যান্ডের জুতা নিয়ে চলে যাচ্ছে তারা।
স্থানীয় পুলিশের প্রধান ইদুয়ান দিয়াজ পেরুর গণমাধ্যমগুলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে চোরদের অনেক আলামত সংগ্রহ করেছি। ফুটেজের পাশাপাশি আমরা আঙুলের ছাপ নিতে সক্ষম হয়েছি। তাদের শনাক্তের চেষ্টা চলছে। তবে, সবচেয়ে অস্বাভাবিক হলো, চোরেরা সবগুলো ডানপায়ের জুতা নিয়ে গেছে।’