২৪৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে কিশোরী উদ্ধার
তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের ১১তম দিন আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)। এ দিনেও চলছে উদ্ধারকাজ। একইসঙ্গে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে গেছে। তবে, ভূমিকম্পের ১১তম দিনে এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর ১৭ বছর বয়সী আলায়না ওলমেজকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। ফরাসি সংবাদ সংস্থা এএফপির বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সংবাদ মাধ্যমটি বলছে, বৃহস্পতিবার কাহরামানমারাস শহরের ধ্বংসস্তূপ থেকে ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর ১৭ বছর বয়সী আলায়না ওলমেজকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। এতে করে জীতিবদের উদ্ধারের আশা একটু হলেও বেড়েছে।
আলায়নাকে উদ্ধারে অংশ নিয়েছিল কয়লা খনির কর্মী আলি আকদোগান। তিনি বলেন, ‘আলায়নাকে সুস্থ দেখেছি। সে তার চোখ খুলেছে। এই ভবনটির ধ্বংসস্তূপ সরাতে আমরা সপ্তাখানেক ধরে কাজ করেছি। সাহায্যের শব্দ শুনে আমরা জীবিতদের উদ্ধারের আশায় এখানে এসেছিলাম।’ তিনি আরও বলেন, ‘জীবিত কিছু পেলেই আমরা খুশি হই, সেটা একটি বিড়াল হলেও।’
আলায়নাকে উদ্ধারের পর তার এক নিকটাত্মীয় উদ্ধারকারীদের জড়িয়ে ধরেন ও কান্না করেন। তিনি উদ্ধারকারীদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের কোনোদিন ভুলব না।’
এই কিশোরীকে উদ্ধারের পর তুর্কি সৈন্যরা গণমাধ্যম ও স্থানীয়দের ঘটনাস্থল ছেড়ে চলে যেতে বলেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করতে শুরু করছিল তারা।
গত সপ্তাহের সোমবার দুই দফার ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্ক ও সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল। ইতোমধ্যে দুদেশ মিলিয়ে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। তুর্কি ইতিহাসের শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ইতোমধ্যে ৩৬ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। একই ভূমিকম্পে সিরিয়ায় মারা গেছে পাঁচ হাজার ৮০০-এর বেশি। নিহতের সংখ্যা আরও বাড়েতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।