২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে হামলা হতে পারে : অস্ট্রেলিয়া
রাশিয়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে ‘পূর্ণমাত্রার হামলা’ চালাতে পারে বলে আশঙ্কা করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ইউক্রেনে রুশ আগ্রাসনের জবাবে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে এমন আশঙ্কার কথা জানান অসি প্রধানমন্ত্রী। খবর বিবিসি ও স্কাই নিউজের।
স্কট মরিসন বলেন, ইউক্রেনে রুশ আক্রমণ এরই মধ্যে কার্যকরভাবে শুরু হয়ে গেছে। ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণমাত্রায় হামলা হতে পারে।
‘বিনা প্ররোচনায়’ ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।
মরিসন বলেন, রাশিয়া এখন ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার জন্য সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটতে পারে। গোলাবর্ষণের মতো ঘটনা এরই মধ্যে শুরু হওয়ার খবর পাওয়া গেছে। এই আক্রমণটি অন্যায়, অযৌক্তিক, অপ্রীতিকর ও অগ্রহণযোগ্য।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর বিরোধিতার জন্য উদার গণতন্ত্রকে এক জোট হতে হবে।
মরিসন জানিয়েছেন, তাঁর দেশ ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।
অস্ট্রেলিয়ার এ নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হবে ব্যাংক, পরিবহণ, জ্বালানি, তেল, গ্যাস ও টেলিযোগাযোগ খাত।
মরিসন সাংবাদিকদের আরও বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের সঙ্গে, যারা বিশ্বাস করে যে রাশিয়া তার প্রতিবেশীকে আক্রমণ করতে পারে, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য, তারা একত্রে রাশিয়ার বিপক্ষে দাঁড়াব।’