২ বছর পর আবারও শীর্ষ ধনী বিল গেটস
আবারও শীর্ষ ধনীর তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে এ জন্য বিল গেটসকে অপেক্ষা করতে হয়েছে দুই বছর। অনলাইনে কেনাবেচার প্রতিষ্ঠান অ্যামাজন ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসকে টপকে এ শীর্ষস্থান দখল করলেন বিল গেটস। তাঁর বর্তমান সম্পদের পরিমাণ ১১ হাজার কোটি মার্কিন ডলার। অন্যদিকে, দ্বিতীয় অবস্থানে থাকা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ১০ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ারস সূচকের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
এর আগে বিল গেটস যখন দ্বিতীয় অবস্থানে ছিলেন, তখন গত ৬ নভেম্বর তাঁকে হটিয়ে মাত্র এক দিনের জন্য দ্বিতীয় শীর্ষ ধনীর স্থান দখল করেছিলেন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আরনল্ট। ওই সময় বিল গেটসের সম্পদের পরিমাণ ছিল ১০ হাজার ৬৮০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে বার্নার্ড আরনল্টের সম্পদের পরিমাণ ছিল ১০ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। তবে অল্প সময়ের মধ্যেই আবারও দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করেন গেটস।
তবে গত অক্টোবরে সামান্য সময়ের জন্য সম্পদের পরিমাণে জেফ বেজোসকে টপকে গিয়েছিলেন গেটস। এর আগে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আয় ঘোষণার সময় ২৮ শতাংশ কম মুনাফার কথা জানায় অ্যামাজন। এর ফলে পিছিয়ে পড়েছিলেন জেফ।
তবে এ বছর মাইক্রোসফটের শেয়ার ৪৮ শতাংশ বেড়ে যাওয়ায় শীর্ষস্থান দখল করতে বিল গেটসকে বেগ পেতে হয়নি। গত মাসে পেন্টাগনের সঙ্গে এক হাজার কোটি মার্কিন ডলার ক্লাউড কম্পিউটিং চুক্তির ফলে অ্যামাজনকে পেছনে ফেলে মাইক্রোসফট। আর এতে গেটস-বেজোসের সম্পদের শীর্ষস্থানের লড়াই নতুন মাত্রা পায়।
২৫ বছর সংসার করার পর জেফ বেজোসের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে ম্যাকেঞ্জি বেজোসের। ফলে অ্যামাজনের বড় একটি অংশের শেয়ার চলে যায় জেফ বেজোসের সাবেক স্ত্রীর দখলে। আর এ জন্য সম্পদের পরিমাণে পিছিয়ে পড়েন জেফ বেজোস।