৯/১১ হামলার দিনের চেয়ে পরে অসুস্থতায় বেশি মৃত্যু
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেস্বরে সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছিল প্রায় তিন হাজার মানুষের। তবে ওই ঘটনার পর হামলাসংশ্লিষ্ট নানা অসুস্থতার জেরে আরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
এ সংখ্যা প্রায় তিন হাজার ৯০০ বলে জানানো হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর এনডিটিভি ও এএফপির।
৯/১১ হামলা নামে পরিচিত ওই সন্ত্রাসী হামলার পরপরই যুক্তরাষ্ট্রে ভুক্তভোগীদের সহায়তার জন্য একটি তহবিল গঠন করা হয়। পরে ২০১১ সালে এসে খোলা হয় আরেকটি তহবিল। সেখান থেকে ৯/১১–এর হামলার জেরে যাদের শারীরিক জটিলতা দেখা দিয়েছে, তাঁদেরও সহায়তা দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত ‘দ্য সেপ্টেম্বর ১১ ভিকটিম কমপেনসেশন ফান্ড (ভিসিএফ)’ নামের এই তহবিলে সাহায্যের আবেদন এসেছে ৬৭ হাজারের বেশি।
ভিসিএফের তথ্য অনুযায়ী, ৬৭ হাজার আবেদনের মধ্যে প্রায় তিন হাজার ৯০০ আবেদন এসেছে ৯/১১–এর হামলার পরে মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছ থেকে। সেদিনের সন্ত্রাসী হামলার কারণে সৃষ্ট নানা শারীরিক জটিলতায় ভুগে তাঁদের মৃত্যু হয়েছে বলে পরিবারগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ নিয়ে ভিসিএফের শীর্ষ কর্মকর্তা রূপা ভট্টাচার্য বলেন, দেখা যাচ্ছে ৯/১১–এর সন্ত্রাসী হামলায় যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের চেয়ে হামলাসংশ্লিষ্ট নানা অসুস্থতায় পরে মৃত্যুর সংখ্যাটা বেশি।
গেল বছরগুলোয় যাঁরা ভিসিএফের কাছে সাহায্যের আবেদন করেছেন, তাঁদের ৫০ শতাংশই ক্যানসারের রোগী বলে জানা গেছে। ভিসিএফ বলছে, এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষকে ৮ দশমিক ৯৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গিরা কয়েকটি উড়োজাহাজ ছিনতাই করে যুক্তরাষ্ট্রের তিনটি জায়গায় আত্মঘাতী হামলা করে। দুটি উড়োজাহাজ আঘাত হানে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে। তৃতীয় উড়োজাহাজটি আক্রমণ করে পেন্টাগনে। আর চতুর্থ উড়োজাহাজটি পেনসিলভানিয়ায়। ভয়াবহ এই হামলায় প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ।