চূড়ান্ত ফলাফলে যত ভোট পেলেন হিলারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২৮ লাখ ৬৪ হাজার ৯৭৪টি ভোট বেশি পেয়েছেন প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। চূড়ান্ত ফলাফলে বিষয়টি প্রকাশ পেয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটে জয় পেয়েছেন ট্রাম্প। আগামী মাসে তিনিই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
সংবাদমাধ্যম কুক পলিটিক্যাল রিপোর্ট জানিয়েছে, ২০০০ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী আল গোরের চেয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি এই ভোট পাঁচগুণ বেশি পেয়েছেন। গোরও ইলেকটোরাল কলেজে হেরে গিয়েছিলেন।
১৭৮৯ সালে জর্জ ওয়াশিংটনের পর ইলেকটোরাল কলেজ ভোট অর্জনের দিক থেকে প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্পের অবস্থান ৪৬তম।
৫৩৮ কলেজ ভোটের মধ্যে ৩০ অঙ্গরাজ্যে ট্রাম্প পান ৩০৬টি। যদিও চূড়ান্ত ভোটদানের সময় দুজন ইলেকটর তাঁকে ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
ট্রাম্প ছাড়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১২ জন প্রেসিডেন্ট জনপ্রিয় ভোটে হেরে গিয়েও প্রেসিডেন্ট নির্বাচিত হন। এঁদের মধ্যে আছেন ২০০০ ও ২০০৪ সালে জর্জ ডব্লিউ বুশ, ১৯৬০ সালে জন এফ কেনেডি।