ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ফেব্রুয়ারিতে শুরু
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি। নির্বাচন চলবে ৮ মার্চ পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ১১ মার্চ ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কর্মকর্তা নাসিম জাইদি। আজ বুধবার তিনি এ কথা জানান।
ওই পাঁচটি রাজ্য হলো- উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুর। এই পাঁচ রাজ্যে নির্বাচন শুরু হবে ৪ ফেব্রুয়ারি থেকে। চলবে ৮ মার্চ পর্যন্ত। ফলাফল ঘোষণা হবে আগামী ১১ মার্চ।
ভারতের এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ রাজ্যে মোট সাত দফায় নির্বাচন হবে। প্রথম দফা ১১ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা ১৫ ফেব্রুয়ারি, তৃতীয় দফা ১৯ ফেব্রুয়ারি, চতুর্থ দফা ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৪ মার্চ এবং সপ্তম দফার নির্বাচন হবে ৮ মার্চ।
উত্তরপ্রদেশের ক্ষেত্রে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৮ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২১ জানুয়ারির মধ্যে।
অন্যদিকে, উত্তরাখণ্ড রাজ্যে ১৫ ফেব্রুয়ারি এক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গোয়া ও পাঞ্জাব রাজ্যে ভোট হবে ৪ ফেব্রুয়ারি। এ ছাড়া মণিপুরে ভোট হবে দুই দফায়। প্রথম দফায় আগামী ৪ মার্চ এবং দ্বিতীয় দফায় ভোট হবে ৮ মার্চ। ভোটগ্রহণ শেষে ১১ মার্চ প্রতিটি রাজ্যের ফলাফল ঘোষণা করা হবে।
এ বছর নির্বাচনে কালো টাকা নিয়ন্ত্রণের জন্য প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের ওপর কড়া নজর রাখবে কমিশন। উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের প্রার্থীদের নির্বাচনী ব্যয়সীমা ধার্য করা হয়েছে ২৮ লাখ রুপি। আর মণিপুর ও গোয়ার প্রার্থীদের জন্য ২০ লাখ রুপি ধার্য করা হয়েছে।
ভারতের মুখ্য নির্বাচন কর্মকর্তা নাসিম জাইদি জানিয়েছেন, পাঁচ রাজ্যে ৬৯০টি আসনে প্রায় ১৬ কোটি ভোটার ভোট দেবেন। এর মধ্যে ২৩টি নিম্নবর্ণ ও উপজাতিদের জন্য সংরক্ষিত। সুষ্ঠু নির্বাচনের জন্য ওই পাঁচ রাজ্যে আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। এ ছাড়া রাজ্য পুলিশও মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তিনি।