চলে গেলেন সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া
অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় আর নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। গত শনিবার থেকেই ফুসফুসে প্রবল সংক্রমণে ভুগছিলেন তিনি।
বিজয়া রায়ের মৃত্যুর খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ শিল্প-সাহিত্য জগতের অনেকেই হাসপাতালে ছুটে যান। প্রায় দেড় ঘণ্টা বেলভিউ হাসপাতালে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা। হাসপাতাল ছাড়ার সময় কিছু না বললেও বিজয়া রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেন তিনি।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে। সঙ্গে ছিলেন ছেলে সন্দীপ রায়। সেখানে ৯টার সময় শেষকৃত্য সম্পন্ন হয়। বিজয়া রায়কে শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে উপস্থিত হন পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, গায়ক অনুপ ঘোষাল, ইন্দ্রনীল সেনসহ অনেকে। হাজির ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, চেয়ারম্যান মালা রায়সহ আরো অনেকে।
বিজয়া রায়ের জন্ম ১৯১৭ সালে পাটনায়। বাবা ছিলেন ব্যারিস্টার চারুচন্দ্র দাশ, মা মাধুরী দাশ। ১৯৩১ সালে বাবার মৃত্যুর পর কলকাতায় ফিরে আসে বিজয়া রায়ের পরিবার। ১৯৪৮ সালে সত্যজিৎ রায়ের সঙ্গে বিয়ে হয় তাঁর।
সত্যজিৎ রায়ের অনেক কাজের অনুপ্রেরণা ছিলেন বিজয়া। তিনি ‘মশাল’ ও ‘রজনী’ নামে দুটি ছবিতে অভিনয় করেন।