ট্রাম্প সমর্থকের সঙ্গে তর্কাতর্কি, বিমান থেকে নামানো হলো নারীকে
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিষেকের পর থেকেই রাজধানী ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বিক্ষোভ। সেই বিক্ষোভের জের ধরে বিমানে ট্রাম্পের এক সমর্থকের সঙ্গে তর্কাতর্কি করছিলেন এক নারী বিক্ষোভকারী। অবস্থা বেগতিক দেখে তাঁকে বিমান থেকে নামিয়ে দেন বিমানবন্দর পুলিশের সদস্যরা।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিক্ষোভ শেষে ওয়াশিংটন ডিসি ছাড়ছিলেন ট্রাম্পবিরোধী ওই বিমানযাত্রী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী।
এ বিষয়ে স্কট কটেস্কি নামের এক ট্রাম্প সমর্থক জানান, জামায় ট্রাম্পের ছবি থাকা লোকজনকে উত্ত্যক্ত করছিলেন এক নারী। কিন্তু তিনি (কটেস্কি) এমন কোনো জামা পরা ছিলেন না। তারপরও তাঁকে হেনস্তা করা হয়।
কটেস্কির অভিযোগ, ওই নারী দুই মিনিট ধরে তাঁর সঙ্গে তর্কাতর্কি করেন। একপর্যায়ে বিমানের একজন সহকারী এসে ওই নারীকে থামানোর চেষ্টা করেন।
কটেস্কি বলেন, “তিনি আমার নাম ধরে ডেকেছিলেন আর আমাকে অপমান করেছিলেন। আমার অপরাধ ছিল, তাঁদের পাশের সিটে বসা এবং ‘আমি গণতন্ত্র উদযাপন করতে এসেছি’ কথাটি বলা।’’
স্কট জানান, ট্রাম্পবিরোধী ওই নারী তাঁর স্বামীর সঙ্গে সিট বদল করতে বলেন। একপর্যায়ে রেগে গিয়ে ওই নারী স্কটকে বলেন, ‘তোমরা ভান করো, যেন তোমাদের নৈতিকতা অনেক বেশি। কিন্তু তোমরা ওই লোকটির (ট্রাম্প) আঙুলের নিচে পারমাণবিক বোমার বোতাম রেখেছ। লোকটা জলবায়ু পরিবর্তন সম্পর্কেও সচেতন নয়।’
একপর্যায়ে বিমানের কর্মীরা বিমানবন্দর পুলিশকে খবর দেন। এর পর পুলিশ এসে বিমান থেকে ওই নারী ও তাঁর স্বামীকে নামিয়ে নিয়ে যায়।