এক মুহূর্তও নষ্ট করতে চাই না : জন কেরি
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানালেন, শিগগিরই তিনি ভিয়েনায় ইরান আলোচনায় যোগ দেবেন। হাসপাতাল ছাড়ার সময়ে গতকাল শুক্রবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তেহরানের পরমাণু কর্মসূচি বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে আলোচনার জন্য জেনেভা সফরকালে গত ৩১ মে ফ্রান্সের আল্পসে সাইকেল থেকে পড়ে পা ভেঙে যায় কেরির। এরপর তাঁকে বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সামনে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা কেরি সাংবাদিকদের বলেন, ‘আমি ভিয়েনায় আমাদের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেছি। এখন আমি ইরানের পরমাণু কর্মসূচিবিষয়ক এ আলোচনায় পুরোপুরি ব্যস্ত হব। আমি একমুহূর্তও নষ্ট করতে চাই না।’
ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে এক দশকের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে চুক্তির কাঠামো নির্ধারণে গত এপ্রিল মাসে তেহরান ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য এবং জার্মানি সুইজারল্যান্ডের লুসানি নগরীতে আলোচনায় বসতে সম্মত হয়। আগামী ৩০ জুনের মধ্যে ইরান চুক্তি চূড়ান্ত করার কথা রয়েছে।
কেরি আরো বলেন, ‘আলোচনার গুরুত্বপূর্ণ মুহূর্তকে এগিয়ে নিতে আমি আগামী কয়েক দিনের মধ্যে যথাসময়ে ভিয়েনা যাব।’ বিবিসি জানায়, কেরিকে এ সময় শারীরিকভাবে অনেক দুর্বল দেখাচ্ছিল।
উল্লেখ্য, ফ্রান্সের আল্পসে ওই দুর্ঘটনায় ৭১ বছর বয়সী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ডান পায়ের উরুর হাড় ভেঙে যায়। পরে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয় এবং ২ জুন বোস্টনে তাঁর অস্ত্রোপচার করা হয়।