ছিটের জমি নিয়ে মাফিয়ারা সক্রিয়
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়ের প্রক্রিয়া যতই এগোচ্ছে ততই ছিটমহলগুলোতে নতুন কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি ছিটের জমির দখল নিতে কিছু সংঘবদ্ধ অপরাধী চক্র (মাফিয়া) সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জমি দখল বিষয়ে অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রদেশ কংগ্রেস নেতা ও স্বরাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য।
প্রদীপ ভট্টাচার্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহারের ছিটমহলের বাসিন্দাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এলাকার জমি দখল করতে মাফিয়ারা তাদের উৎখাতের চেষ্টা করছে। মাফিয়াদের সঙ্গে কিছু স্বার্থান্বেষী মহলও ছিটমহলে সক্রিয় হয়ে উঠেছে।
এই পরিপ্রেক্ষিতে দুই জেলার জেলাশাসকের পাশাপাশি লাগোয়া বাংলাদেশের জেলাশাসকদের মধ্যে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করে সমস্যা সমাধানের দাবি জানান প্রদীপ ভট্টাচার্য।
এই বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় দীর্ঘ অপেক্ষার পর কার্যকর হচ্ছে। দুই দেশের ছিটমহলবাসীর যেন কোনোভাবেই সমস্যা সৃষ্টি না হয় এবং চুক্তির যেন কোনো অমর্যাদা না হয়, এই বিষয়ে সরকার বিশেষভাবে নজর রাখবে।
রাজনাথ সিং আরো বলেন, এই অভিযোগের বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা হবে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও আলোচনা হবে। দুই দেশের ছিটমহলে যেন কোনোরকম অপরাধ সংগঠিত না হয় তা দ্রুততার সঙ্গে খতিয়ে দেখার আশ্বাস দেন রাজনাথ সিং।