নিচে নামলেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের তৈরি ধনীদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। একই তালিকায় ২২০ ধাপ নিচে নেমে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার দুই হাজারের বেশি ধনীদের ওই তালিকা প্রকাশ করে ফোর্বস।
তালিকার শীর্ষে অবস্থানকারী বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। চার বছর ধরে শীর্ষস্থান দখলে রেখেছেন তিনি। গত ২৩ বছরের মধ্যে ১৮ বছরই তিনি বিশ্বের শীর্ষ ধনী হিসেবে অবস্থান ধরে রেখেছেন।
২২০ ধাপ পিছিয়ে ট্রাম্পের বর্তমান অবস্থান ৫৪৪ নম্বরে। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৫০ কোটি ডলার। গত এক বছরে তাঁর সম্পদ কমেছে এক বিলিয়ন ডলার।
ফোর্বস জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে সফল প্রচারণায় ট্রাম্পের খরচ হয়েছে ছয় কোটি ৬০ লাখ ডলার। আর ট্রাম্প বিশ্ববিদ্যালয়সংক্রান্ত মামলায় তাঁর পকেট থেকে গেছে আড়াই কোটি ডলার।
শীর্ষ ১০ ধনীর বেশির ভাগই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। আর তাঁদের অনেকেরই সম্পদের উৎস প্রযুক্তি খাত। গেটসের পরই রয়েছেন আরেক কোটিপতি ওয়ারেন বাফেট। তাঁর সম্পদের পরিমাণ সাত হাজার ৫৪০ কোটি মার্কিন ডলার।
শীর্ষ ১০ জনের অন্যদের মধ্যে রয়েছেন অনলাইন মার্কেট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস, ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সহপ্রতিষ্ঠাতা লেরি এলিসন।