সারদার টাকা ফিরিয়ে দিলেন মিঠুন
পশ্চিমবঙ্গের বেসরকারি অর্থলগ্নী সংস্থা সারদা গোষ্ঠীর কাছ থেকে নেওয়া যাবতীয় অর্থ অবশেষে ফিরিয়ে দিলেন বলিউডের অভিনেতা ও সংসদ সদস্য মিঠুন চক্রবর্তী। আজ মঙ্গলবার কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে গিয়ে মিঠুনের আইনজীবী বিমান সরকার ওই অর্থ ফিরিয়ে দিয়ে আসেন। মোট এক কোটি ১৯ লাখ ৮৮ হাজার ৫৬০ টাকার ড্রাফট ইডির কাছে জমা দেন তিনি।
সারদাগোষ্ঠীর একটি চ্যানেলের ব্রান্ড অ্যাম্বাসাডার হিসেবে চুক্তিবদ্ধ হওয়ায় ওই অর্থ নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। চুক্তির অংশ হিসেবে সারদাগোষ্ঠীর ওই চ্যানেলে একটি অনুষ্ঠানও পরিচালনা করতেন বলিউড অভিনেতা।
কিন্তু সারদা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তদন্তে নামে ইডি। সারদার বিরুদ্ধে আমানতকারীদের কোটি কোটি টাকা তছরুপ এবং আত্মসাতের অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে সারদা তদন্তে নামে সিবিআই-ও।
সারদাকাণ্ডে তদন্তের স্বার্থে বেশ কয়েকবার মিঠুনকে জিজ্ঞাসাবাদ করেন ইডির তদন্তকারী কর্মকর্তারা। তাঁদের কাছে সে সময় সারদাগোষ্ঠীর একটি চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার অর্থ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তৃণমূল সংসদ সদস্য মিঠুন চক্রবর্তী।
আজ ইডি দপ্তর থেকে বেরিয়ে মিঠুনের আইনজীবী বিমান সরকার সাংবাদিকদের বলেন, সারদাগোষ্ঠীর ওই চ্যানেলের সঙ্গে মোট ৪২টি এপিসোডের জন্য দুই কোটি টাকার চুক্তি হয়েছিল মিঠুন চক্রবর্তীর। সব এপিসোডের শুটিংও হয়ে যায়। এর মধ্যে সম্প্রচার হয় ২৩টি এপিসোড।
বিমান সরকার আরো জানান, সারদাগোষ্ঠী মিঠুন চক্রবর্তীকে মোট এক কোটি ৭৬ লাখ টাকা দিয়েছিল। ওই টাকা পাওয়ার পর মিঠুন ৫৩ লাখ টাকা আয়কর দেন। আয়করের অংশটা কেটে বাকি টাকা তিনি ইডির কাছে ড্রাফট হিসাবে ফেরত দিয়েছেন।