তিস্তার পানি ছাড়া বিকল্প ভাবছি না : এরশাদ
ভারতে অবস্থানরত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘তিস্তার পানি ছাড়া আমরা বিকল্প আর কিছু চিন্তা করছি না।’
আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।
কয়েকদিন আগে রাজ্যের কোচবিহার জেলায় এরশাদ তাঁর পৈতৃক বাড়িতে সফরে যান। পাঁচদিন তাঁর ভারতে থাকার কথা রয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে তিস্তার পানি দেওয়ার ক্ষেত্রে বিকল্প নদী নিয়ে ভাবার যে প্রস্তাব দেন, সেই প্রসঙ্গে এরশাদ সাফ জানিয়ে দেন, ‘আমরা তিস্তা ছাড়া বিকল্প কিছু চিন্তা করছি না।’
এরশাদ বলেন, ‘আমরা তো মানুষ। আমরা বাঁচতে চাই। আমরা চাষি। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যে ভাষায় কথা বলেন, আমিও তো সেই ভাষায় কথা বলি। আমাদের দেশের কৃষকরা মরছে। আশা করি, উনি নিশ্চয়ই বিষয়টি বিবেচনা করবেন। পানি আমরা পাবই। উনি কথা দিয়েছেন, পানি আমরা পাব। সেখানে দাঁড়িয়ে কম হোক, বেশি হোক পানি আমরা পাবই। আমরা মনে করি, ওনার কথার মূল্য আছে।’