সংসদ নির্বাচনেও বড় জয়ের পথে ম্যাকরোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর মধ্যমপন্থি দল ‘লা রিপালিকুই য়েন মার্চি’ (এলআরইএম) দেশটির সংসদীয় নির্বাচনের প্রথম ধাপে বিপুলসংখ্যক আসন পেয়ে বিজয়ী হতে যাচ্ছে।
দেশটির সংসদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে এক্সিট পোলে দেখা যাচ্ছে এই নির্বাচনে প্রায় চার ভাগের তিন ভাগ আসনই সম্ভবত যাবে ম্যাকরোঁর দলে।
বুথফেরত পরিসংখ্যানে দেখা গেছে, ম্যাকরোঁর এলআরইএম আর তাঁর মিত্র দল ‘গলো’ মিলে দেশটির পার্লামেন্টের ৫৭৭ আসনের মধ্যে ৪৪৫টিতে জয়লাভ করতে পারেন।
তবে এ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ খুবই কম, মাত্র ৫০ শতাংশের মতো। ভোটারদের এই সংখ্যা রেকর্ডসংখ্যক কম। দ্বিতীয় ধাপের ভোট আগামী রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মাত্র বছরখানেক আগেই ৩৯ বছর বয়সী সাবেক ব্যাংকার ম্যাকরোঁ রাজনৈতিক দল এলআরইএম গঠন করেছিলেন। তাঁর দলের অনেক প্রার্থীই রাজনীতিতে একেবারে নতুন। অনেকেরই তেমন কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই বললেই চলে।
এই নির্বাচনে ফ্রান্সের সমাজবিদরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। সোশ্যালিস্ট পার্টির হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী বেনোয়া হ্যামন এবং এই পার্টির নেতা জঁ-ক্রিস্টোফ কাম্পেডেলিস—দুজনেই তাঁদের আসন হারাতে যাচ্ছেন। এ ছাড়া ফ্রান্সের কট্টরপন্থী দল ‘ন্যাশনাল ফ্রন্ট’ও আশাব্যঞ্জক সাফল্য পায়নি।
ন্যাশনাল ফ্রন্টের নেতা মেরিন লে পেন গত মাসেই প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাকরোঁর কাছে পরাজিত হয়েছিলেন।
আগামি শনিবার নাগাদ এই নির্বাচনের চূড়ান্ত ফল পাওয়া যাবে বলে জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো।