তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়াল ভারত
বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ এক বছর বাড়িয়েছে ভারত। আগামী ২৩ জুলাই থেকে এই মেয়াদ বৃদ্ধি কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদনে অনুমোদন দেন।
তসলিমা নাসরিন এখন সুইডেনের নাগরিক। সেখানকার ভিসার ভিত্তিতেই ভারতীয় ভিসা পেয়েছিলেন ২০০৪ সালে। সেই থেকে ১৩ বছর ধরে তসলিমার ভিসার মেয়াদ বৃদ্ধি করে আসছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে তসলিমা নাসরিন চান ভারতের স্থায়ী নাগরিকত্ব।
১৯৯৪ সালে তসলিমা নাসরিনের বিভিন্ন লেখায় ক্ষুব্ধ হয় বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীগুলো। তারা তসলিমার মাথার দাম ঘোষণা করে ফতোয়া জারি করে। এর পরেই তসলিমা বাংলাদেশ ত্যাগ করেন।
১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগের পর বিভিন্ন সময়ে তসলিমা আমেরিকা ও ইউরোপের নানা দেশে ছিলেন। তবে বাংলাদেশের পর তসলিমার কাছে সবচেয়ে পছন্দের জায়গা ছিল কলকাতা। কলকাতায় তিনি স্থায়ীভাবে বসবাসের ইচ্ছাও প্রকাশ করেছেন বহুবার। আবেদনও করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।