এটিএম কার্ডে বিদ্যুৎস্পৃষ্ট
ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার সুবিধা অনেক নগরবাসীই নিয়ে থাকেন। যেকোনো সময়, যেকোনো জায়গায় টাকা উত্তোলনের এই ব্যবস্থা শহরে জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এই এটিএম বুথ থেকে টাকা ওঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন ভারতের উত্তর প্রদেশের এক বাসিন্দা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার উত্তর প্রদেশের জানঘাইয়ের একটি এটিএম বুথে নিজের কার্ড ঢোকানোর সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন ২৫ বছর বয়সী ব্রিজেশ কুমার যাদব। পুলিশ জানিয়েছে, ভারি বৃষ্টির কারণে ব্রিজেশ পুরোপুরি ভেজা অবস্থায় ছিলেন। এটি তাঁর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ।
তবে এটিএম বুথটি ছিল একটি পুরোনো দালানে। এখানে বৈদ্যুতিক তারের কোনো ত্রুটি ছিল কি না, সেটাও খতিয়ে দেখছিলেন ব্যাংক কর্মকর্তারা।