মেটাল ডিটেকটর সরানোর পরও নামাজে যাচ্ছেন না মুসলিমরা
ইসরাইলের দখলে থাকা পূর্ব জেরুজালেম শহরের আল-আকসা মসজিদ থেকে মেটাল ডিটেকটর সরিয়ে নেওয়ার পরও সেখানে নামাজ পড়তে যাচ্ছেন না মুসলিমরা।
স্থানীয় সময় মঙ্গলবার জেরুজালেমের মুসলিম নেতারা আল-আকসা থেকে মেটাল ডিটেকটর সরিয়ে নেওয়ার পরও বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বিক্ষোভের মধ্যেই মুসলিমদের মসজিদ প্রাঙ্গণের বাইরের রাস্তায় নামাজ আদায় করতে দেখা যায়।
গত ১৪ জুলাই নিরাপত্তার নামে আল আকসা মসজিদে নিরাপত্তা ক্যামেরা ও মেটাল ডিটেকটর বসানো হয়। এসব উপকরণ মসজিদ প্রাঙ্গণ থেকে না সরানো পর্যন্ত সেখানে ফিলিস্তিনিরা নামাজ আদায় করবে না বলে জানান মসজিদটির পরিচালনা কমিটির অন্যতম কর্মকর্তা শেখ রায়েদ সালেহ।
গত সোমবার মেটাল ডিটেকটর সরানোর সিদ্ধান্তের পর ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়, মসজিদটিতে মেটাল ডিটেকটরের পরিবর্তে ‘উন্নত প্রযুক্তির’ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সেখানে থাকবে বিশেষ ধরনের নিরাপত্তা ক্যামেরা। তবে সেগুলো স্থাপন করতে প্রায় ছয় মাস লাগতে পারে।
তবে মঙ্গলবার মুসলিম নেতাদের পক্ষ থেকে এর জবাবে বলা হয়, ইসরাইলের নেওয়া নতুন পদক্ষেপ খতিয়ে দেখতে তাঁদের সময় লাগবে।
এ বিষয়ে মুফতি মুহাম্মদ হুসাইন নামে এক নেতা বলেন, ‘আমরা আবার মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় করতে যাওয়ার আগে আমাদের সবকিছু বিস্তারিত জানতে হবে।’
১৪ জুলাই, শুক্রবার আল-আকসা মসজিদের কাছে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে ইসরায়েলের দুই নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এর পরই ইসরায়েল আল-আকসা প্রাঙ্গণে মেটাল ডিটেকটর বসায়।
এ নিয়ে গত সপ্তাহে প্রায় প্রতিদিনই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনিদের। এতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে।